জলের অধিকার
শোয়েব সর্বনাম
ঘাটে নৌকা বেন্ধে রেখে হেটে যাচ্ছে লোক
পথ হারায়ে তোমার যাওয়া; নদীর দিকে চোখ—
নদীর দিকে চোখ রাখতেই উঠলো বড় ঢেউ;
তোমায় দেখে ঢেউয়ের গায়ে ভাসতে থাকা কেউ
ভাসতে থাকে—
ভাসতে থাকা
একটা জলজ ফুল;
ভেসে যাচ্ছে
ডুবে যাচ্ছে
তোমার কানের দুল।
ভেসে যাচ্ছে ডুবে যাচ্ছে তোমার গভীর চুল
বান্ধা নৌকা ছুটে যাচ্ছে ব্যপক হুলস্থুল।
নৌকা থাকে বান্ধা— ঘাটে প্রাচীন পাকুর গাছ
ভাসতে থাকা লোকটা নাকি গভীর জলের মাছ
নদীর ঢেউয়ে
নৌকা ভাসে
বৈঠা হাতে যার—
তোমার চুলে
কানের দুলে
রাখবে অধিকার?
শোয়েব ভাই, আপনার লেখা- মায়াময়
জলের তালে দুলছে পাঠক হৃদয়!