Homeপ্রবন্ধনিউজপেপারে সাহিত্য হয় না

নিউজপেপারে সাহিত্য হয় না

নিউজপেপারে সাহিত্য হয় না। যারা শুধুমাত্র নিউজপেপারে লিখেন, তারা কনটেন্ট রাইটার। লেখক। সাহিত্যিক না।

নিউজপেপারের প্রথম সমস্যাটা হচ্ছে ওয়ার্ড লিমিট। নিউজপেপার বলে দিবে ১ হাজার শব্দের মধ্যে লেখা দিতে হবে। আপনার গল্প তার চেয়ে বড় হলে ওরা এডিট করে কেটে ফেলে দিবে। আমি একটা একটা গল্প দিলাম নিউজপেপারে, গল্পের নামটা ছিল একটু বড়। দুই লাইন হয়ে গেছে। পত্রিকার লোকেরা বলে দিল, নাম বদলে দেন নাইলে ছাপা যাবে না।

মাঝখানে একটা গল্প বলি। শিল্পী মনিরুল ইসলামের সাথে আড্ডা দিতেছিলাম, এবস্ট্রাক্ট ছবি আঁকেন তিনি। জানতে চাইলাম, ছবিটা আঁকা শেষ এইটা আপনি কখন বোঝেন? আপনি কখন টের পান এটাই তুলির শেষ স্ট্রোক? তিনি পালটা প্রশ্ন করলেন, কবিতা লিখার সময় তুমি কিভাবে বোঝো এইটাই তোমার কবিতার শেষ লাইন?

একজন সৃজনশীল মানুষ কখনো শব্দ হিসাব সাহিত্য করেন না। কোথায় শেষ হবে সেটা আগে থেকে ঠিক করে রাখার সিস্টেম সাহিত্যে নাই, কনটেন্টে আছে। কথাসাহিত্যিককে লেখা শুরুর আগেই শব্দসংখ্যা বেঁধে দেয়ার অর্থ হচ্ছে হাত পা বেঁধে সাঁতার কাটতে নামায় দেয়া। আর নিউজপ্রিন্ট মানেই শব্দের হিসাব।

এই হিসাব শুধু সংখ্যার না। আপনি চাইলেই যে কোন শব্দ নিউজপেপারে ছাপতে পারবেন না। নিউজপেপারের নিজস্ব ডিকশেনারি আছে, তার বাইরে একটা শব্দও ছাপার নিয়ম নাই।

ফলে নিউজপেপারে গল্প ও কবিতা নামের যা যা লেখা হয় তার সবই অনেক অনেক শর্ত মেনে লেখা টেক্সট। উপন্যাস লেখা সম্ভবই না, অত জায়গা নাই। আর প্রবন্ধ বা কলাম তো একদমই গৎবাধা টেক্সট। পত্রিকা এইখানে অভিভাবকত্ব করবে, সম্পাদক আপনারে যা বলে দিবে ঠিক সেটাই আপনারে লিখতে হবে।

ফলে, অনেকদিন ধরে নিউজপেপারে কাজ করেন এমন লোকেদের সৃজনশীলতা থাকলেও সাহিত্য করা হয়ে ওঠে না। নিউজপেপার কনটেন্টের নিয়মনীতির জালে আটকে স্বাধীন লেখালেখির অভ্যাস ভুলে যায় তারা।

এমনিতে পত্রিকায় সাহিত্যের জন্য স্পেস বলতেও তেমন কিছু নাই, বেশিরভাগ পত্রিকায় সপ্তাহে একদিন এক পাতা সাহিত্য ছাপে ফিচার হিসেবে। আর বছরে একটা ইদসংখ্যা।

ইদসংখ্যায় কিছুটা স্পেস পাওয়া যায় বলে সাহিত্যিকরা সেখানে লেখেন। কিন্তু সমস্যা হচ্ছে ইদসংখ্যায় লেখা উপন্যাসের প্রতি পৃষ্ঠায় একটা করে হারপিকের বিজ্ঞাপন সাহিত্যের গোয়া মেরে দিতে পারে। এইজন্য ইদসংখ্যাগুলাতেও কেউ ভালো লেখা দেয় না, লেখার খসড়া বা হাবিজাবি ছাপে।

এর মধ্যেও অনেক লেখক অনেক কসরত করে কিছু সাহিত্য করেন, সেইটা আসলেই রেয়ার। সাহিত্যের জায়গা কোনভাবেই নিউজপ্রিন্ট নয়।

সর্বনাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শোয়েব সর্বনাম
শোয়েব সর্বনাম
সাহিত্যিক ও সাংবাদিক

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য