Homeকবিতাব্যথার দাগ

ব্যথার দাগ

দেখে যাও,
বিষণ্ণতার ফুটে উঠা,
রুক্ষতার কুরে কুরে খাওয়া,
অবশতার গ্রাস করা,
জড়তার চেপে ধরা,
অতর্কিত আক্রমণের কুৎসিত ফাটল।

দেখে যাও,
ভাঙ্গনের শব্দে প্রাণহীন কর্ণের দশা,
খরার ভক্ষণে জলহীন আঁখি,
তৃষ্ণাতুর হৃৎপিণ্ডের হাহাকার,
অসুখে জর্জরিত দেহের ছটফটানি,
ব্যথাহত আত্মার ব্যথার দাগ।

দেখে যাও,
নিশ্চিত নির্ভরশীলতাহীন আর্তনাদের উচ্চ ধ্বনি,
আহ্লাদের অকিঞ্চিৎকর বেদনাদায়ক মুহূর্ত,
দুর্দশা আগলে রাখার বিলাসিতা,
অনভ্যাসের যন্ত্রণাদায়ক পরিচর্যা,
বাসনাহীন নির্বাসিত কলঙ্ক বহনকারী বিহঙ্গ।
___
ডেইলি সিগনেচার/বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শরিফুল স্মরণ
শরিফুল স্মরণ
লেখক । পোশাক নকশাকার

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য