Homeকবিতাস্মৃতির পাহাড়ে যাচ্ছি

স্মৃতির পাহাড়ে যাচ্ছি

আমার স্মৃতির পাহাড়ে যাচ্ছি আমি।
শুধু একা।
এখানে সঙ্গী মেলে না, শত্রু ছাড়া। বন্ধু মেলে না রক্ত ছাড়া!!

পাহাড়ের পাদদেশেই দেখা হয়ে গেল
শ্যামবর্ণের সুদর্শন যুবক, মুখে কোমল দাঁড়ি, নিষ্পাপ মায়াবী মোহ। যা বলেছিলো,
তার উল্টো হয়েছিল….

একটু হোঁচট খেয়ে সামনে যেতেই
দাঁত কেলিয়ে কাছে এসেছিল যে কিম্ভূতকিমাকার নারী, তার কথাও
সত্য হয়নি।
স্মৃতির পাহাড়ের পরের ধাপে দেখা হয়েছিল এক আহত সহযাত্রীর। যে আমাকে সত্য-মিথ্যার সংজ্ঞাই বদলে দিয়েছিল,
তাঁর স্মৃতি পাহাড়ের চূড়া অবধি! বলবো কোনো একদিন…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এস এম নূরুজ্জামান
এস এম নূরুজ্জামান
সাংবাদিক ও সাহিত্যিক

এই লেখকের আরো লেখা

সূচি হোক

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য