চৈত্রের বৃষ্টি
………………………
ঝলমলে রৌদ্রময় সাদা আকাশ, মাঝ রাতে গুমোট বেঁধে গুড়ুম গুড়ুম মেঘের ডাক,হঠাৎ বৃষ্টি চৈত্রের ভোরে সে বৃষ্টিতে ভিজে ওঠে প্রকৃতির প্রাণ।
বৃষ্টির আলতো ছোঁয়া, হল্কা বাতাসে দোলে নতুন পাতার মসৃণ হৃদয়। মুকুলে মুকুলে আচ্ছাদিত আম,জাম,লিচু।মিষ্টি ফলের মিষ্টি রসের অপেক্ষায় মেতে উঠে ভ্রমর; তুমি আমি আমরা।
এই ফাঁকে ভিজে উঠে পথঘাট, মানবতার দুয়ারে যেনো হাঙরের হা-ভয়ানক সভ্যতার হাট,ডেকে উঠে পশু-পাখি, বাশঁঝাড়ে দাঁড়িয়ে বক,শালিক আর কাক।
চৌয়ারির জানালার রেলিং ধরে তুমি দেখে যাও মেঘাচ্ছন্ন আকাশ। অশনি সংকেত ভেবোনা রাণী দরজার ওপারেও থাকে সবুজ ঘাস,মেঘ মুক্ত আকাশ।
লেখক:-মো:-সোহেল রানা
এখন টিভি
হিলি,দিনাজপুর।