বৃষ্টির আকাঙ্ক্ষা
সোহেল রানা
চৈত্রের খরতাপ যেনো বৈশাখের অভিশাপ, ভাঙ্গেনি মেঘ নামেনি বৃষ্টি অসহায় প্রকৃতি হাহাকার।
বৈশাখের খরতাপে কৃষাণ-কৃষাণীর তনু দিয়ে ঝরে ঘাম,ফেটে চৌচির খালবিল আর ফসলের মাঠ।
বৈশাখের ঝলমলে সাদা মেঘ সূর্যের তাপের পুড়ছে প্রকৃতির কেশ। নিরাশ হয়ে প্রকৃতি তাকিয়ে রয়েছে দেখার অপেক্ষায় কালো মেঘ।
বৃষ্টির আকাঙ্ক্ষায় যেনো পাখপাখালি আর মানুষের আকুতি। তবুও গলে না যেনো বৃষ্টির মন,এক পসরা বৃষ্টিতে প্রাণ ভিজাতে উতালা প্রকৃতির মন।
চৈত্রের খরতাপ যেনো বৈশাখের অভিশাপ।খরতাপের অভিশাপ কাটিয়ে বৃষ্টিতে ভিজুক প্রকৃতি, সৃষ্টি কর্তার কাছে সবার এই মিনতি।
সোহেল রানা
এখন টিভি
হিলি,দিনাজপুর