Homeকবিতাবিপ্রতীপ

বিপ্রতীপ

অনেকেরই চোখে ঝরিয়ে জল
চুপ করে আজও বুদ্ধিজিবীর দল
নিজের ছেলে মেয়ে হেনস্তা হলে হয়তো কিছু বলতো!
তাদেরই চেনা মুখ ও কলমে প্রতিবাদের কথা চলতো।
ছোট  ছেলেটার ক্লাসে যেন যেতে  লাগে ভয়,
বাবা মায়ের চিন্তা ,
পড়াতে পাঠিয়ে ছেলের  কিছু যেন না হয়।
শেষ ফোন কল,ছেলে ভালো নেই ,
মা এসো তুমি তাড়াতাড়ি।
অনেক কথা বলার আছে ,আমি যেতে চাই দ্রুত বাড়ি।
শেষ কথাটা হলো না বলা
দিল সে অন্য জগতে পাড়ি,
সকালে শুনি খবরের কাগজে,
ছুটে যায় কত প্রেসের গাড়ি।
এসেছিল তার শিক্ষা বাড়াতে
মেধাবী নিজেকে গড়ে,
চলে গেল একটি স্বপ্ন
তার মায়ের কোল খালি করে।
প্রতিষ্ঠানে ভর্তির সময় অ্যান্টি রেগিং ফর্মে হয়েছিল সই,
আজও কাজে লাগেনি ,
তাকে তাকে সাজানো শত ফর্ম আর পুরনো বই।
এমন করুন অবস্থাতেও চলছে রাজনীতি,
কত বাবা মায়ের চোখে জল, রয়ে গেছে সত ভীতি।
কলেজের সব মেধাবী ছাত্র হাতে নিয়ে বসেছে মাদক দ্রব্য,
শিক্ষা ক্ষেত্র ও যুব সমাজ কবে হবে সভ্য?
তৈরি হোক নতুন আইন
আর যেন কোন ছাত্রকে মরতে না হয়,
পড়াতে পাঠিয়ে বাবা মায়ের যেন হয় না কোন ভয়।
শিক্ষায় হোক নবীকরণ
ভীত ছাত্ররা ক্লাসে ফিরে আসুক,
তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে তারা নিজের মতো ভালোবাসুক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Soumen Sen
Soumen Sen
গ্রাম- বৈঁচা,পোষ্ট- এগরা,পিন- ৭২১৪২৯,থানা- এগরা, জেলা- পূর্ব মেদিনীপুর, রাজ্য-পশ্চিমবঙ্গ, দেশ-ভারত,, মোবাইল-৭৪৭৮২০১৬০৫

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য