- একুশের চেতনা
তাসনিয়া তানহা
একুশ আমার চেতনার রঙ
একুশ আমার ভাষা,
একুশ প্রানের স্পন্দন নিয়ে
একুশ আমার আশা।
একুশ মিশেছে ফাগুনের গানে
একুশ মিশেছে হাওয়ায়
একুশ মিশেছে শিমুল পলাশে
একুশ মিশেছে পাওয়ায়।
একুশ এনেছে আমাদের তরে
স্বপ্ন প্রেমের মেলায়,
একুশ মিলেছে পতাকার রঙে
অহং বোধের খেলায়।
একুশে মিশেছে প্রাণের আকুতি
স্মৃতির পাতায় পাতায়,
একুশে মিশেছে স্বাধীন চেতনা
যুগের স্মৃতি গাথাঁয়।
একুশ পেয়েছি ভাষায় প্রকাশে
একুশ পেয়েছি গানে,
একুশ পেয়েছি রক্ত আখরে
একুশ পেয়েছি প্রাণে।
একুশ আমার স্বাধীন চেতনা
একুশ আমার সুখ,
একুশ আমার রক্তে কেনা
একুশ বাংলার মুখ।
একুশ মিশেছে মাঠের ফসলে
একুশ হৃদয় জুড়ে,
একুশ মিশেছে নদীর স্রোতে
একুশ মিশেছে সুরে।
——–
তাসনিয়া তানহা
১৩,কাপুড়িয়া পট্টি, ঝালকাঠি।
০১৭১৭৪০৭৯৪৯
ইমেইলঃ shimulhappy80@gmail.com