Homeকবিতাঅসময়ের আকুতি

অসময়ের আকুতি

দিনের প্রথম প্রহরে চেয়েছিলাম তোমায়, সাড়া দিয়ে হারিয়ে গেলে দূর নীলিমায়।
চাইনি কখনও পার্বতী কিংবা চোখের বালি হতে।
অথচ দ্যাখো বারবার প্রেম আচ্ছন্ন করে আমায় “রমার” মতো।
প্রেমের বাইরেও যে সমাজের নানান জটিলতা আছে, সেটা মানতেই চায়না রমেশ।
অন‍্য দিকে দেখলে হেমনলিনীর জীবনে শুধু একমাত্র সত‍্য হলো প্রেম।
আজ নিজেকে কিরণময়ীর মধ্যে আবিস্কার করি।
আত্মনির্ভরশীল নারীর জীবনে যে ভয়ানক বিপর্যয় আসে সেটা কি শুধুই সামাজিক শাস্তি?
আমিও কিরণময়ীর মতো করে বলতে চাই ” ভালোবাসার” যে স্বাদ আমি পেয়েছি-
তা আমি কখনোই ছাড়তে পারবো না।
এই কারনেই কি দিবাকর আরাকানে পালিয়ে গিয়েছিল?
কোন উত্তর আছে তোমার কাছে?
জানি নেই!
তাহলে শেষ বেলায় এতো আকুতি কেনো ফেরার?
যখন যাওয়ার সময় এসেছে দুয়ারে!

২৪.১২.২০২২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

উম্মে সামসাদ জেরীন
উম্মে সামসাদ জেরীন
মানুষ ঠিক ততক্ষণ অবধি ভালো থাকতে পারে,যতক্ষণ তার নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা অন্য কারো হাতে না যায়।

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য