উম্মে সামসাদ জেরীন
দশ বসন্ত পর হটাৎ যদি কথা হয় আবার
কোন এক টং চায়ের দোকানে,
কিংবা ভুল করে আসা কোন সেলফোনে?
খুব জানতে চাইবো-মনে আছে কী সেই স্মৃতি?
বহু কাজের ফাঁকে
মনে পড়ে কী সেই ফেলে আসা রঙিন দিন?
সেই দিন মগজে ছিলো
জমানো অনেক কল্পনা
আর হৃদয়ে ছিলো সব হারানোর বেদনা।
পথভোলা আগন্তুকের
অবিরাম হেঁটে যাওয়া
নির্জনতার খোঁজে-
সেই ধর্মতলা,ধুলো আর ধোঁয়ামাখা মেঠোপথ
দশ বসন্ত পর মনে পড়বে কী?
সেই দিনের কথা,মনের ক্যানভাসে এঁকেছিলে যে ছবিটা।
কোন নির্জনে-বলবে কী আপনমনে-
ভালোবাসি, ভালোবাসি;
আরো অনেক অনেক ভালোবাসি তোমাকে।
খুব জানতে চাইবো-
সেদিনও কী চোখের কোনে জল ভরে যাবে আগের মতো?
আকুল হয়ে ডাকবে কী
ঐ মনপাখিটাকে,সেই বিগত দিনের মতো।
নাকি আবার সব ভুলে যাবে
শাসনের বেড়াজালে।
সেদিনও কী নোঙর তুলবে
স্রোতের অনুকূলে
যেখানে ভাসিয়ে দিয়েছিলে ছেড়া পাল!
সেদিন খুব জানতে চাইবো
দশ বসন্ত পর আজও আঁকো কী- কল্পনার রঙে রাঙা মধুর স্বরলিপি!