স্বার্থপর হবো এবার
উম্মে সামসাদ জেরীন
এবার স্বার্থপর বানিয়ে ফেলবো আমায়—
অজুত কোটি বছর মনে রাখবো তোমায়,
যেভাবে সাদা হয় কালো, কালো হয় সাদা,
প্রয়োজন ফুরালে রংধনুর সাত রংও মাঝে মাঝে
ফ্যাকাসে মনে হয় শেষ বেলায়
সেভাবেই স্বার্থপরের মতো মনে রাখবো তোমায়।
যেভাবে জেনেছি যে, ভালোবাসা শুধুই অন্যায় আবদার করে যায়,
টিকে থাকে সেটা শুধুই সুতার আগায়।
তবুও স্বার্থপর হতে চাই এ_বেলায়,
যেভাবে স্বার্থপরের মতো মনে রেখেছি ভয়ানক সেই দিনগুলোর কথা,
যে কথা মনে পড়লে অশ্রু আটকিয়ে রাখা যায় না !
তারপরও স্বার্থপরতায় রাখবো তোমায়,
যেভাবে রেখেছি আমার লেখা সকল গল্প ও কবিতায়!
তুমি থাকবে সকল স্বার্থপরতায়,
চিন্তায়, চেতনায় মনে-মস্তিষ্কে অনুভবে, অনুভূতিতে কল্পনায় আর না-পাওয়া সমস্ত অপূর্ণতায়।
এইবার নিজেকে বাঁচাবো কেবলই স্বার্থপরতায়!
১৬.০৪.২০২৪
ঢাকা ; বাংলাদেশ