Homeকবিতাস্বার্থপর হবো এবার

স্বার্থপর হবো এবার

এবার স্বার্থপর বানিয়ে ফেলবো আমায়—
অজুত কোটি বছর মনে রাখবো তোমায়,
যেভাবে সাদা হয় কালো, কালো হয় সাদা,
প্রয়োজন ফুরালে রংধনুর সাত রংও মাঝে মাঝে
ফ্যাকাসে মনে হয় শেষ বেলায়
সেভাবেই স্বার্থপরের মতো মনে রাখবো তোমায়।
যেভাবে জেনেছি যে, ভালোবাসা শুধুই অন্যায় আবদার করে যায়,
টিকে থাকে সেটা শুধুই সুতার আগায়।

তবুও স্বার্থপর হতে চাই এ_বেলায়,
যেভাবে স্বার্থপরের মতো মনে রেখেছি ভয়ানক সেই দিনগুলোর কথা,
যে কথা মনে পড়লে অশ্রু আটকিয়ে রাখা যায় না !

তারপরও স্বার্থপরতায় রাখবো তোমায়,
যেভাবে রেখেছি আমার লেখা সকল গল্প ও কবিতায়!

তুমি থাকবে সকল স্বার্থপরতায়,
চিন্তায়, চেতনায় মনে-মস্তিষ্কে অনুভবে, অনুভূতিতে কল্পনায় আর না-পাওয়া সমস্ত অপূর্ণতায়।
এইবার নিজেকে বাঁচাবো কেবলই স্বার্থপরতায়!

১৬.০৪.২০২৪
ঢাকা ; বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

উম্মে সামসাদ জেরীন
উম্মে সামসাদ জেরীন
মানুষ ঠিক ততক্ষণ অবধি ভালো থাকতে পারে,যতক্ষণ তার নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা অন্য কারো হাতে না যায়।

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য